Sports News

কানপুরে প্রথম টেস্টে নিউজ়িল্যান্ডকে ধরাশায়ী করল ভারত

  • কানপুরে ভারত বনাম নিউজ়িল্যান্ডের প্রথম টেস্টেই জয়ের মুখ দেখল ভারত। বলতে গেলে জিতে গেল অনায়াসেই। টসে জিতে প্রথম ইনিংসে ভারত ৩১৮ রানে অল আউট হওয়ার পর ক্রিজ়ে নেমে ২৬২ রান তোলে নিউজ়িল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ভারত ৫ উইকেটে ৩৭৭ রান করে ইনিংস ডিক্লেয়ার করে দেয়। জিততে হলে ৪৩৪ রান করতে হবে, এই অবস্থায় খেলতে নামে নিউজ়িল্যান্ড। কিন্তু অশ্বিনের দুর্ধর্ষ স্পিনের সামনে দাঁড়াতে পারেননি নিউজ়িল্যান্ডের ব্যাটসম্যানরা। ২৩৬ রান করে প্যাভিলিয়নে ফিরে যান সকলে। ভারত জেতে ১৯৭ রানে। অশ্বিন তাঁর ৩৭তম টেস্ট খেলে মোট ২০০ উইকেট পেলেন, যা ভারতীয় বোলারদের মধ্যে দ্রুততম হিসেবে তাঁকে স্বীকৃতি দিল। সবচেয়ে কম টেস্টে দুশোর মাইলস্টোন পেরনোর নজির গড়লেন তিনি। অশ্বিন এই টেস্টে ৩৫.৩ ওভার বল করে ১৩২ রানে ৬ উইকেট দখল করেন।

You may like